নেদারল্যান্ডসে সাংবাদিকের ওপর হামলা


নেদারল্যান্ডসে সাংবাদিকের ওপর হামলা

করোনায় গীর্জার প্রার্থনা সংবাদ কভারেজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেদারল্যান্ডসের বেশ কয়েকজন সাংবাদিক। নেদারল্যান্ডসেও করোনা সংক্রমণের হার বাড়ায় চলছে কঠোর লকডাউন। এরই মাঝে রটারড্যাম শহরের কাছে একটি প্রোটেস্ট্যান্ট গির্জা খোলা রাখা হয়। সেখানেই প্রার্থনার আয়োজন করা হয়েছিলো। তথ্যটি প্রকাশ পাওয়ার পরপরই তা খবরের শিরোনাম হয়ে ওঠে৷ সেখানেই গির্জার বাইরে সাংবাদিকের উপর হামলা চালানো হয়।

হামলার পর সাংবাদিক জ্যাকো ভ্যান গিসেন রবিবারের ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেন। তিনি বলেন, "শরীরের ব্যথা চলে গেছে ঠিকই তবে গির্জার সামনে যেভাবে আমাকে আক্রমণ করা হয়েছে তা নিয়ে আমি এখনও হতবাক৷” তবে প্রার্থনা চলাকালীন সময়েই সাংবাদিক জ্যাকো ভ্যান গিসেনের হামলাকারী ৪৩ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়৷ এর আগে আমস্টারডামে উর্ক শহরের সায়ন গির্জায়ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে৷ এছাড়াও বছরের শুরুতে কারফিউবিরোধী হামলার সময়ও সাংবাদিকরা হামলার শিকার হন৷

বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও একাধিক ডাচ আইনপ্রণেতারা এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও লকডাউনবিধি না মানায় সমালোচনা করেন তারা। ডাচ আইনমন্ত্রী ফের্ড গ্রেপারহাউস বলেন, "গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রের জন্য স্বাধীন সাংবাদিকতা জরুরী"।

এদিকে সোশ্যাল ডেমোক্র্যাটস নেতা লিলিয়ান প্লুমেন তার টুইটে লিখেছেন, "সাংবাদিকদের তাদের কাজটি করতে দিন৷” একজন ডাচ পুলিশও তার টুইটারে একই বার্তা শেয়ার করেছেন৷ এছাড়াও নেদারল্যান্ডেসের প্রধানমন্ত্রী মার্ক রুটে এরই মধ্যে লকডাউন চলাকালীন চার্চ খোলা রাখা নিয়ে সমালোচনা করেছেন৷