ফেসবুকের বিরুদ্ধে সাংবাদিকদের শীর্ষ সংগঠনের মামলা
২৪ মার্চ ২০২১, ১০:২০ এএম

ঘৃণা এবং মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দেওয়ার অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের একটি আদালতে মামলা দায়ের করেছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ)। খবর রয়টার্স।
মঙ্গলবার (২৩ মার্চ) আরএসএফ'র পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয় ২২ মার্চ প্যারিসের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
আরএসএফ জানায়, মামলায় ফেসবুকের বিরুদ্ধে বৈশ্বিক পরিসরে, বিশেষ করে সংবাদিকদের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো এবং নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম গঠনের প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরএসএফ বলছে, ফ্রান্সে ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা ওই মামলার প্রভাব পুরো বিশ্বজুড়ে পড়বে। এছাড়াও তারা অন্যান্য দেশেও একই ধরনের মামলা দায়েরের বিষয়ে পরিকল্পনা করছে।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

গ্রিসে সাংবাদিক খুন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স: এবছর অনলাইনে

‘চিকিৎসক পদক’ পেলেন সাংবাদিক মোহসীন-উল হাকিম

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় মামলা তিনটি

আবারো সাংবাদিকের উপর হেফাজতের হামলা

লকডাউনে খোলা থাকবে অমর একুশে বইমেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
