শ্বাসকষ্টে মারা গেলেন ডিবিসি নিউজের সাংবাদিক


শ্বাসকষ্টে মারা গেলেন ডিবিসি নিউজের সাংবাদিক

ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (৪৫) আর নেই। শুক্রবার, ১৯ মার্চ বেলা সোয়া তিনটার দিকে মারা যান তিনি। 

শ্বাসকষ্ট নিয়ে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল্লাহ আল মামুন। মা, স্ত্রী, এক ছেলে ও  আত্মীয় স্বজনকে রেখে গেছেন সাংবাদিক মামুন।

তার পরিবারিক সূত্রে জানাগেছে, আনেক দিন ধরেই আব্দুল্লাহ আল মামুন ডায়াবেটিক ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে স্ট্রোক করলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেটে পাঠান। সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজে নেয়ার পর তার মারা যান এই সাংবাদিক।

মামুনের অকাল মৃত্যুতে হবিগঞ্জের গণমাধ্যমকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আব্দুল্লাহ আল মামুন ডিবিসি নিউজ টিভির শুরু থেকে হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে তিনি ইংরেজি দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের একজন সদস্য। একইসাথে তিনি হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।