লেবাননে সাংবাদিকের উপর হামলা ও মৃত্যুর হুমকি


লেবাননে সাংবাদিকের উপর হামলা ও মৃত্যুর হুমকি

লেবাননে সাংবাদিকের উপর হামলা ও মৃত্যুর হুমকি দেয়া হয়েছে। মেরিয়াম সেফ এডিন নামের ওই সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা করা হয়। হিজবুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় তাকে আঘাত করা হয়েছে বলে দাবি ওই সাংবাদিকের।

২৯ বছর বয়সী সাংবাদিক মেরিয়াম সেফ এডিন আরব নিউজকে বলেন, হিজবুল্লাহর অনুগতরা দুই দিন আগে দক্ষিণ বৈরুতের শহরতলির বুর্জ এল-বারজনেতে তার পরিবারের উপর হামলার পরিকল্পনা করে। এর আগেও তার ভাইয়ের উপর হামলা করা হয়েছে বলেও তিনি জানান। সেই হামলায় তার ভাইয়ের নাক ভেঙ্গে যায় এবং ধারালো অস্ত্র প্রয়োগের মাধ্যমে অন্য ভাইয়ের মাথায় আঘাত করে হিজবুল্লাহ। এমনকি তার মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত; সাংবাদিক মেরিয়াম সেফ এডনিন সোস্যাল মিডিয়া এবং তার পত্রিকায় নিদ্দা আল-ওয়াতানে হিজবুল্লাহর বিরুদ্ধে সক্রিয়ভাবে লেখালেখি করেন। এর আগেও অনেকবার মৃত্যু হুমকি পেয়েছেন এই সাংবাদিক।