ফ্লয়েড হত্যা: সাংবাদিক আটকের ঘটনায় আদালতে শুনানি


ফ্লয়েড হত্যা: সাংবাদিক আটকের ঘটনায় আদালতে শুনানি

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে আইওয়া অঙ্গরাজ্যে বিক্ষোভের সময় সাংবাদিক আন্দ্রে সাহোরি নামের এক নারী সাংবাদিককে আটকের ঘটনায় আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার এ শুনানিতে গ্রেফতারের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভে যখন পিপার স্প্রে ছোড়া হয়েছিল তখন ওই নারী সাংবাদিকও আটক হন। তিনি যে রিপোর্টার এটি জানা ছিল না বলে আদালতে স্বীকার করেছে ওই পুলিশ কর্মকর্তা।

সাংবাদিক আন্দ্রে সাহোরির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার অধিকারবহির্ভূত কাজ করেছেন। তার বিরুদ্ধে স্প্রে মারারও অভিযোগ করা হয়।

২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে চলা আন্দোলনে, সাংবাদিকদের নির্যাতনের ঘটনা আরও ঘটেছে। সে সময় বার্তা সংস্থা সিএনএনের এক সাংবাদিককে লাইভ দেয়ার সময় আটক করা হয়। পরে অবশ্য তিনি মুক্তি পান।

একই বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে ৮ মিনিট চেপে ধরে রাখেন পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন। এতে ঘট্নাস্থলেই শ্বাসরোধ হয়ে মারা যান ফ্লয়েড। এরপরই বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা যুক্তরাষ্ট্র।