নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় মামলা


নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই পক্ষের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় মামলা হয়েছে। ২৩ তারিখ মঙ্গলবার সকালের দিকে নিহত সাংবাদিকের বাবা নুরুল হুদা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন। তবে মামলার এজাহারে তিনি আসামি হিসেবে কারও নাম উল্লেখ করেন নি।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক। তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটে মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও তদন্তের অংশ হিসেবে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্ল্যেখ্য ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন মুজাক্কির। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের খুনির গ্রেপ্তার দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ।