সাংবাদিককে হুমকি, বরখাস্ত বাইডেনের উপ-প্রেস সচিব...


সাংবাদিককে হুমকি, বরখাস্ত বাইডেনের উপ-প্রেস সচিব...

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজের এক মুখপাত্র ও উপ-প্রেস সচিবকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এক নারী সাংবাদিকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা ও তাকে ধ্বংস করে দেওয়ার হুমকির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তের কারণে তিনি এই সময়ে বেতন পাবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টিজে ডাকলো নামের ওই মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরেক সাংবাদিকদের সঙ্গে ডাকলোর সম্পর্কের বিষয় অনুসন্ধান করছেন পালমেরি।

এই ঘঠনায় কয়েকজন বিশ্লেষক ডাকলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, কোনও সহকর্মীর সঙ্গে কেউ অশ্রদ্ধার সঙ্গ কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করবেন।

বাইডেনের নারী মুখপাত্র টুইটারে লিখেছেন, টিজে ডাকলো নিজেই স্বীকার করেছে প্রেসিডেন্ট যে মানদণ্ড স্থাপন করেছেন তার আচরণ সে অনুযায়ী ছিল না। তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজে ফিরলেও তিনি আর পালমেরির সঙ্গে কাজ করবেন না।

তবে গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে।