টিকা নিয়ে যত বচন..


টিকা নিয়ে যত বচন..

করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা ভ্যাকসিন নিয়ে নানা আলোচনা, সমালোচনা, আর রাজনীতিবিদদের পাল্টাপাল্টি ট্রল চলছে। তবে এসব কিছুকে ছাপিয়েই কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, বাংলাদেশের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টিকা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেন, ‘কিছু কিছু লোক সবসময় থাকে যারা "কিছু ভালো লাগে না - নামে একটা রোগে ভোগে... এর জন্যে কোন ভ্যাকসিন পাওয়া যাবে কি-না, তাও আমি জানি না,"  

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে টিকা নিতে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই টিকা নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে। সন্দেহ দূর করতে যুক্তরাজ্যে রানী নিজে প্রথম টিকা নিয়েছেন, রাশিয়াতে পুতিন নিয়েছেন। আমার প্রস্তাব, প্রধানমন্ত্রী আপনি প্রথম টিকাটা নিন। নিয়ে মানুষকে বলেন যে, এটাতে ভয়ের কিছু নেই।‘ 

মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয় তখন তারা আবোল তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?’

অন্যদিকে, বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে আনা করোনার টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এতই যদি ভালো হয়, তাহলে কেন প্রধানমন্ত্রী টিকা নিতে পারলেন না? ওবায়দুল কাদের নিতে পারলেন না? কেন একজন নার্সকে দেওয়া হলো?’