ডেইলি মিররের ৫৫০ কর্মী চাকরিচ্যুত
২২ নভেম্বর ২০২০, ১০:২৮ পিএম

দ্য ডেইলি মিরর ও দ্য ডেইলি এক্সপ্রেস তাদের ১২ ভাগ কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে।
তবে চাকরিচ্যুত কর্মীরা যেন বঞ্চনার শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পত্রিকাগুলোর প্রকাশক রিচ।
রিচের মালিকানায় আরও রয়েছে ‘দ্য ডেইলি স্টার’, ‘ওকে!’ সাময়িকী ও আঞ্চলিক কিছু সংবাদপত্র। রিচ জানিয়েছে, তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে চাকরিচ্যুতে হবে প্রায় ৫৫০ কর্মী।
করোনাভাইরাস মহামারীরের জেরে পত্রিকার সার্কুলেশন ও বিজ্ঞাপন থেকে আসা আয়ের পরিমাণ কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী জিম মুলেন।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
