আইসিটি আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
২০ নভেম্বর ২০২১, ০৫:৫৪ পিএম

সৈয়দ সিফাত আল রহমান লিংকন। ছবি : সংগৃহীত
আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের এক মামলায় ২০ নভেম্বর, শনিবার ভোরে শহরের আল্লামা ইকবাল সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ সিফাত আল রহমান লিংকন একই এলাকার মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ছেলে।
লিংকনের ছোট ভাই সৈয়দ রিফাত আল রহমান বলেন, 'সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের দায়ের করা আইসিটি আইনের মামলায় শনিবার ভোরে ফতুল্লা থানা পুলিশ ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়।'
তিনি বলেন, 'এ মামলার বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না।'
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, 'নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইসিটি আইনে করা একটি মামলায় লিংকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।'
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, 'দুপুর ২টা পর্যন্ত আদালত তাকে কারাগারে প্রেরণ বা জামিনের কোনো আদেশ দেননি।'
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপনকে জড়িয়ে অর্থ কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জের ধরে ২০১৭ সালের ১৫ এপ্রিল আলী রেজা রিপন সদর মডেল থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় ৩টি মামলা করেন।
৩টি পৃথক মামলায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা অনলাইনের প্রকাশক সিফাত আল রহমান লিংকন, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ডান্ডি বার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে আসামি করা হয়। তবে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন রাজু আহমেদ ও হাবিবুর রহমান বাদল।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
