ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াচ্ছে ফেসবুক
২০ নভেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সম্প্রতি তারা নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রেখেছে মেটা। এবার সাইট ব্যবহারকারীদেরও ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর বিবিসি।
সাধারণত বর্তমানে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের নিউজ ফিডে অনেক অপ্রয়োজনীয় তথ্য আপনাআপনি এসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমটি চাচ্ছে এমনটা যেন না হয়। অর্থাৎ আপনি যেসব তথ্য দেখতে চাইবেন কেবল সেগুলোই আপনার নিউজ ফিডে শো করানো হবে।
উদাহারণস্বরুপ বলা যায়, বন্ধু এবং পরিবারের সদস্যদের পোস্ট আপনার নিউজ ফিডে বেশি বেশি দেখানো হবে। আর কমিয়ে দেয়া হবে বিভিন্ন অপ্রয়োজনীয় গ্রুপ ও পেজের পোস্ট। পাশাপাশি ইতোমধ্যেই বিদ্যমান অ্যাক্সেস করা সহজ অপশনে আরও নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করা হবে।
ফেসবুক জানিয়েছে, প্রথমে তারা বিশ্বের বিভিন্ন দেশে অল্পসংখ্যক লোকের মধ্যে এই পরীক্ষা শুরু করবে। আগামী সপ্তাহ থেকে তা ধীরে ধীরে বাড়ানো হবে। নিউজ ফিডের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে এটি তাদের পদক্ষেপের অংশ। এর ফলে ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডে সেগুলোই দেখতে পাবেন যেগুলো তারা দেখতে চান।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
