মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক


মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক

ছবি : সংগৃহীত

 

কাতারের আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, তাদের খার্তুম ব্যুরো প্রধান আল-মুসালমি আল-খাব্বাসিকে ছেড়ে দিয়েছে সুদানি কর্তৃপক্ষ।

১৫ নভেম্বর, সোমবার তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। ১৪ নভেম্বর, রোববার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। তার একদিন পরেই তাকে ছেড়ে দেয়া হলো।

তাকে গ্রেপ্তারের ঘৃণ্য পদক্ষেপের নিন্দা জানিয়েছিল আল-জাজিরা। কোনো ধরণের ভয়ভীতি ছাড়াই যাতে তাদের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করারও আহ্বান জানায় কাতারি সংবাদমাধ্যমটি।

সুদানে সামরিক বাহিনীর ক্ষমতাগ্রহণের পর থেকে বিক্ষোভ চলছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে চলতি সপ্তাহে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

চিকিৎসাকর্মীরা বলছেন, গেলো মাসে সামরিক বাহিনী ক্ষমতাগ্রহণের পর বিক্ষোভে সবমিলিয়ে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। শনিবারের গণবিক্ষোভে রক্তক্ষয়ী ধরপাকড়ে তিন কিশোরো নিহত হয়েছে।

চিকিৎসকেরা বলেন, বিক্ষোভে অংশ নিয়ে দুই শতাধিকের বেশি সুদানিজ আহত হয়েছেন। তাদের শরীরে তাজা গুলি লেগেছে।

গেল ২৫ অক্টোবর জরুরি অবস্থা জারি করেছেন সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। সরকার ভেঙে দিয়ে তিনি বেসামরিক নেতাদেরো গ্রেপ্তার করেছেন।