এক সপ্তাহের মধ্যে মেক্সিকোতে আরেক সাংবাদিক নিহত
০১ নভেম্বর ২০২১, ০৫:১৭ পিএম
মেক্সিকোর অপহৃত ফটোসাংবাদিক আলফ্রেদো কারদোসো চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর চিরবিদায় নিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর নিজ বাড়ি থেকে শুক্রবার ফটোসাংবাদিক আলফ্রেদো কারদোসোকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর গুলি করা হয়।
কাজের সঙ্গে সম্পর্কিত কোনো কারণে কারদোসোকে হত্যা করা হয়েছে কী না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে রেডিও ব্রডকাস্টার ফ্রেদি লোপেজকে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে মাত্র চার দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় আরেকজন সাংবাদিকের অপমৃত্যু হলো।
বিশ্বে সাংবাদিকদের কাজের ক্ষেত্র হিসেবে মেক্সিকো খুবই ঝুঁকিপূর্ণ দেশ। কারদোসাকে খুনের আগে গত তিন বছরে দেশটিতে অন্তত ২৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে বলে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ গোষ্ঠীটির টালিতে দেখা গেছে।