অ্যাপলকে ছাড়িয়ে গেলো স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই
৩০ অক্টোবর ২০২১, ০৭:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
সুইডেনভিত্তিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই তৃতীয় প্রান্তিকে আয় ও বিভিন্ন অভ্যন্তরীণ মেট্রিক্সে বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্ট্রিমিং জায়ান্টটির দাবি, পডকাস্ট প্রোভাইডার হিসেবে তারা অ্যাপলকে ছাড়িয়ে গেছে।
তবে তাদের দাবির সঙ্গে সংগতি রেখে কী পরিমাণ ডাউনলোড হয়েছে সে তথ্য প্রকাশ করেনি তারা।
ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম এডিসনের গবেষণার তথ্য মতে, কয়েক সপ্তাহে আট হাজার পডকাস্ট শ্রোতার ওপর গবেষণায় দেখা গেছে, ২৪ শতাংশ শ্রোতা স্পটিফাই শুনেছে। অ্যাপলের পডকাস্ট শুনেছে ২১ শতাংশ। শীর্ষ তিনে থাকা অপর প্লাটফর্ম হচ্ছে ইউটিউব, যার পডকাস্ট শ্রোতা ছিল ১৮ শতাংশ।
স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল জানান, তিন বছর আগে পডকাস্টের যাত্রা হয়। তখন ক্যাটালগে ছিল ১ লাখ ৮৫ হাজার পডকাস্ট। বর্তমানে এ প্লাটফর্মে ৩২ লাখ পডকাস্ট রয়েছে। এ খাতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ১ হাজার ৫০০ শতাংশ।
সর্বশেষ প্রান্তিকে স্পটিফাইয়ের সক্রিয় মাসিক ব্যবহারকারী ছিল ৩৮ কোটি ১০ লাখ। এর মধ্যে ১৭ কোটি ২০ লাখ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করেছে। গত মাসে ইমার্কেটার এক পূর্বাভাসে জানিয়েছিল, শিগগিরি অ্যাপল পডকাস্টকে ছাড়িয়ে যাবে স্পটিফাই।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
