সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা : যুবক আটক


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা : যুবক আটক

ছবি : সংগৃহীত

 

বরিশালে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, প্রতারণা ও পুলিশের কাছে তদবির করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তিনি সময় সংবাদের পরিচয় দিয়ে এসব কাজ করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২৫ অক্টোবর, সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে হাজির হয় এক যুবক। তিনি নিজেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দেন। তিনি ১৩ আগস্ট জব্দ করা একটি মোটরসাইকেল ছেড়ে দেয়ার জন্য পুলিশের কাছে তদবির করে। এতে তার আচরন সন্দেহজনক মনে হয় পুলিশের। পরে মোটরসাইকেলের মূল মালিককে খবর দেয়া হয়। পরে দুজনকে মুখোমুখি করার পর পুলিশ জানতে পারে সময় টিভির সাংবাদিক পরিচয়দানকারীর নাম বিশ্বজিৎ কর্মকার এবং তিনি মোটরসাইকেলটি ছাড়িয়ে নেয়ার কথা বলে মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছেন।

অভিযুক্ত ভুয়া সাংবাদিক বিশ্বজিতের কাছ থেকে সময় সংবাদের লোগোসহ একটি কাগজ ও বরিশাল সময় নিউজ নামে একটি অনলাইনের আইডি-কার্ড উদ্ধার করা হয়। প্রায় ৬ মাস আগেও সাংবাদিক পরিচয়ে ট্রাফিক পুলিশের কাছে আটক হয় বিশ্বজিৎ কর্মকার। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।