১২ নভেম্বর দেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’


১২ নভেম্বর দেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

ছবি : সংগৃহীত

 

সাড়াজাগানো বাংলা চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পেতে পারে আগামী ১২ই নভেম্বর। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এ তথ্য জানিয়েছে।

গত ১২ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা পড়ার পর অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর গিয়ে ঠেকেছে।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মেলবোর্ন, বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়ে এবার অস্কারের ৯৪তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগেও বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’।