নিজস্ব যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে চান ট্রাম্প


নিজস্ব যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে চান ট্রাম্প

একেবারে নিজের একটা যোগাযোগ প্ল্যাটফর্ম ওপেন করার ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প।

শুক্রবার তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হলে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হবেন বলেও জানান তিনি। 

টুইটার জানিয়েছে, ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট না, রিয়েল ‘ডোনাল্ড ট্রাম্প’ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। 

এই অ্যাকাউন্টটি স্থগিত হওয়ার পর, ট্রাম্প তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, ‘যা আমি বহুদিন ধরেই বলে আসছি… মত প্রকাশের স্বাধীনতা না দেওয়ার ব্যাপারে টুইটার আরও অনেকদূর এগিয়েছে এবং আজ রাতে টুইটারের কর্মচারীরা ডেমোক্রেটস ও র্যাাডিকাল বামদের সঙ্গে মিলে আমাকে এবং আপনাকে, ৭ কোটি ৫০ লাখ মহান দেশপ্রেমিক যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকে চুপ করিয়ে দিতে তাদের প্ল্যাটফর্ম থেকে আমার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘টুইটার একটি বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে, তবে সরকারে ২৩০ অনুচ্ছেদের উপহার না থাকলে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না।’

ডোনাল ট্রাম্প বলেন, ‘আমরা অন্যান্য বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করেছি এবং শিগগিরই একটি বড় ঘোষণা নিয়ে আসব। অদূর ভবিষ্যতে আমরা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনাগুলোও দেখব। আমরা নীরব থাকব না!’
সবশেষে তিনি টুইটারকে মুক্ত বাকস্বাধীনতার বিরুদ্ধে কাজ করার এবং তার (ট্রাম্পের) বিরুদ্ধে এমন র্যা ডিকাল বাম প্ল্যাটফর্মের প্রচারণার জন্য অভিযুক্ত করেন।

এছাড়া, নীতিমালার কথা উল্লেখ করে টুইটার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও টুইটগুলো দ্রুত সরিয়ে ফেলে।

টুইটারের একটি বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম হলো গ্যাব, যা কয়েক বছর আগে চালু হয়। এটি নিজেকে এমন সামাজিক নেটওয়ার্ক বলে দাবি করে যা চ্যাম্পিয়নদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও অনলাইনে তথ্য প্রবাহ চলতে দেয়।

গ্যাব প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্ড্রু তোরবা ট্রাম্পের সমর্থক। তিনি জানান, প্রেসিডেন্টের টুইটার বন্ধ হওয়ার পর থেকে সাইটটি রেকর্ডসংখ্যক ট্র্যাফিক পেয়েছে।