সাংবাদিকের ফোন নিয়ে পালালোর সময় লাইভে ধরা পড়লো চোর


সাংবাদিকের ফোন নিয়ে পালালোর সময় লাইভে ধরা পড়লো চোর

ছবি : সংগৃহীত

 

ফোন দিয়ে লাইভ রিপোর্টিং চলা অবস্থায় হাত থেকে ফোন কেড়ে নিয়ে পালানোর সময় সেই ফোনের ক্যামেরাবন্দী হোন ফোন কেড়ে নিয়ে পালানো সেই ব্যক্তি। এসময় এই দৃশ্য দেখেন লাইভে যুক্ত থাকা হাজারো দর্শক। সম্প্রতি মিসরের কায়রোতে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ১৯ অক্টোবর মিসরের কায়রোতে এক সাংবাদিক তার মোবাইল দিয়ে লাইভ রিপোর্টিং করছিলেন। হঠাৎ তার ফোনটি এক মোটরসাইকেল আরোহী ছিনিয়ে নেন। কিন্তু ওই ব্যক্তি ক্যামেরা বন্ধ করতে ভুলে যান। এসময় চোরের পালানোর দৃশ্য দেখতে থাকেন দর্শকরা।

ওই সাংবাদিকের নাম মাহমুদ রাঘেবভ। তিনি দেশটির দ্য সেভেনথ নামের একটি সংবাদপত্রে কর্মরত। তিনি সংবাদপত্রটির পাঠকদের জন্য ভূমিকম্পের পর স্থানীয় একটি ব্রিজের চিত্র ফেসবুকে লাইভ টেলিকাস্ট করছিলেন। এসময় পিছন থেকে ওই মোটরসাইকেল আরোহী তার ফোনটি ছিনিয়ে নেয়।

ওই সময়কার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী সাংবাদিকের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়ার পর তা দুই পায়ের মাঝে রেখেছে। এ সময় অন্তত দুই হাজার মানুষ ফেসবুকে ওই ঘটনা দেখছিল বলে গার্ডিয়ান জানিয়েছে।

এদিকে, লাইভে সরাসরি ওই ব্যক্তির মুখ দেখা যাওয়ার ২৪ ঘণ্টার কম সময়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।