স্কুইড গেমের রেকর্ড : ১ মাসে আয় প্রায় ৮ হাজার কোটি টাকা


স্কুইড গেমের রেকর্ড : ১ মাসে আয় প্রায় ৮ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

 

সম্প্রতি সমগ্র বিশ্বজুড়ে আলোচনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। গত ১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ সিরিজ দিয়ে এক মাসে নেটফ্লিক্স আয় করেছে প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।

বিদেশি সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যায়, সিরিজটি নির্মাণ করতে মাত্র ১.৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৮৪ কোটি টাকা খরচ হয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষের। প্রতি পর্ব বানাতে খরচ হয়েছে ২.৪ মিলিয়ন ডলার বা প্রায় ২১ কোটি টাকা।

জীবনযুদ্ধে পরাজিত, বিভিন্ন সমস্যায় জর্জরিত ও গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত ‘স্কুইড গেম’ মুক্তির প্রথম মাসেই সর্বোচ্চ দেখা সিরিজের স্থান দখল করে নিয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৯০টি দেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সিরিজটি।

‘স্কুইড গেম'- এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং দং-হিউক। সিরিজটিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা লি জং জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। এছাড়া, সিরিজটির একটি বিশেষ চরিত্রে রয়েছেন আইকনস্টার গং ইয়ো।