খুলনায় ছয় সাংবাদিক পেলেন জাহানারা কাঞ্চন স্মৃতিপদক
২৩ অক্টোবর ২০২১, ০১:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় খুলনায় ছয় সাংবাদিকসহ মোট ১০ জন পেয়েছেন জাহানারা কাঞ্চন স্মৃতিপদক। ২২ অক্টোবর, শুক্রবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা কমানোরে জনসচেতনা বৃদ্ধিমূলক আলোচনা সভায় এ পদক তুলে দেয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, নিউজ টোয়েন্টি ফোরের ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল, সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল, যুগান্তরের রিপোর্টার নূর ইসলাম রকি, অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট, বিআরটিএর খুলনা বিভাগের উপ পরিচালক প্রকৌশলী কেএম মিজানুর রশীদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল এবং দ্য ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল ইসলাম।
গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি- এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা এ আলাচনা সভার আয়োজন করে। এতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, নিচসার মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, খুলনা স্থানীয় সরকারের উপ পরিচালক ইকবাল হোসেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে 'নিরাপদ যাত্রা' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
