জাকারবার্গকে তলব করেছে মার্কিন সিনেট
২১ অক্টোবর ২০২১, ০৩:২০ পিএম

ছবি : সংগৃহীত
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে মার্কিন সিনেটে তলব করা হয়েছে। তাকে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল তলব করেন।
২০ অক্টোবর, বুধবার জাকারবার্গকে লেখা চিঠিতে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে বলেন তিনি।
অভিযোগ ওঠে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকারক এবং এটি গণতান্ত্রিক ব্যবস্থাকেও দুর্বল করে দেয়।
এছাড়াও দিন দিন জোরালো হচ্ছে তথ্য ফাঁসের অভিযোগও। মার্কিন সিনেটে এমন সব অভিযোগে তদন্তের দাবি তোলা হয়েছিল ।
যতোই দিন যাচ্ছে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বাড়ছে। ফেসবুকের বিরুদ্ধে রয়েছে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার অভিযোগ। তবে সবচেয়ে বড় অভিযোগটি হলো, শিশুদের শৈশব কেড়ে নেওয়ার আর তাদের শিক্ষা ও কোমলমতি জীবন ঝুঁকিতে ফেলার। ফেসবুক উসকে দিচ্ছে বিভেদও- এমন তথ্যও উঠে এসেছে।
এদিকে, ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন তথ্য ফাঁসের যেসব অভিযোগ করেছেন, তার তদন্তেরও দাবি করেছেন মার্কিন আইনপ্রণেতারা।
সংবাদ দুনিয়া এর আরও লেখা

ফেসবুক কাজে বাধা দিচ্ছে, জানালেন কিউবার সাংবাদিকরা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দীপ্তি রানীর দ্রুত মুক্তি দাবি

‘অন্যদের শিক্ষা দিতেই সাংবাদিক ঝানকে কারাগারে রেখেছে চীন’

মামলা এড়াতে নির্বাসন নয় : নোবেল জয়ী সাংবাদিক রেসা

টিভি নাটকে নারীদের নিষিদ্ধ সহ তালেবানের ৮ নির্দেশনা

২১ বছর পর বিবিসি ছাড়ছেন অ্যান্ড্রু মার

সোমালিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাংবাদিক নিহত
