বলিউড অভিনেত্রী ফারুক জাফর মারা গেছেন


বলিউড অভিনেত্রী ফারুক জাফর মারা গেছেন

ছবি : সংগৃহীত

 

সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী ফারুক জাফর মারা গেছেন।

১৪ অক্টোবর, শুক্রবার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

অভিনেত্রীর বড় মেয়ে মেহরু জাফর তার মা অসুস্থ ছিলেন উল্লেখ করে বলেন, ‘এই মাসের শুরুর দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল’।

এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ফা’রুক জাফর অসুস্থ ছিলেন। গত ৪ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অক্সিজেন নিতে পারছিলেন না তিনি। ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি’।

১৯৮১ সালে ‘উমরাও জান’ সিনেমায় কিংবদন্তী অভিনেত্রী রেখার মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ফারুক জাফর। এরপর ‘স্বদেশ’, ‘পিপলি লাইভ’, ‘তানু ওয়েডস মানু’সহ ২০ বছরে প্রায় এক ডজন সিনেমাতে অভিনয় করেন তিনি।  ‘ফটোগ্রাফ’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাদির চরিত্রেও অভিনয় করেন। সালমান খানের দাদির চরিত্রে ছিলেন ‘সুলতান’ ছবিতে।

২০১৯ সালে নারায়ণ চৌহানের ‘আম্মা কী বলি’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফারুক জাফর।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ সিনেমাতে। যেখানে তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী ফাতিমা বেগম চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও জেতেন তিনি। ২০০৪ সালে শাহরুখের ‘স্বদেশ’ ছবিতে অভিনয় করেছিলেন।