ফেন্সিডিলসহ সাংবাদিক আটক


ফেন্সিডিলসহ সাংবাদিক আটক

জয়পুরহাটে এক সাংবাদিককে ফেন্সিডিলসহ আটক করেছে, জেলা গোয়েন্দা পুলিশ। ৮ জানুয়ারি, শুক্রবার বিকালে পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর হারুনুর রশীদ টুটুল নামে ওই সাংবাদিক জয়পুহাটের গোয়েন্দা পুলিশের কাছে নিজেকে বিডি টু নিউজ ও জেটিভি(JTV) ও দৈনিক বজ্রশক্তি নামের একটি পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন।

একজন সাংবাদিক সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে বেড়াখাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৮০ বোতল ফেন্সিডিল পায় জয়পুরহাট ডিবি পুলিশ। আটককৃত, হারুনুর রশীদ টুটুল বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।