তদন্ত রিপোর্ট গোপন রাখতে বলা হয় সাংবাদিকদের
০৬ জানুয়ারি ২০২১, ০৬:০৫ পিএম
জার্মানির চার্চগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠন শিশু নিগ্রহের তদন্ত রিপোর্ট গোপন করতে সাংবাদিকদের চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। এই ঘটনায় আয়োজিত সাংবাদিক সম্মলেন বয়কট করেছেন দেশটির গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার শিশু নির্যাতনের অপ্রকাশিত একটি তদন্ত রিপোর্টের বিষয়ে জানাতে, সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দ্য আর্চডায়াসেস অব কোলন। প্রতিবেদনটি কেন প্রকাশ করা হচ্ছে না তার কারণ হিসেবে পদ্ধতিগত ত্রুটির কথা তুলে ধরেন কোলন আর্চবিশপ রাইনার মারিয়া ভোয়েলকি।
তবে মূল তদন্ত প্রতিবেদনের সম্পাদিত একটি সংস্করণ তারা সাংবাদিকদের দেখানোর প্রস্তাব দেন। সেক্ষেত্রে অপরাধের ঘটনা, অভিযুক্ত অপরাধী এবং জড়িত চার্চ কর্মকর্তাদের নাম গোপন রাখার শর্ত দেয়া হয়। এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে তাদেরকে সই করতে বলা হয় যেখানে লেখা ছিল, ‘'সাংবাদিক এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে, এই তথ্যের বিষয়ে তিনি সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করবেন’’।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত আটজন সংবাদকর্মীর সবাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে অনুষ্ঠানটি বয়কট করেন।
দুই বছর আগে কার্ডিনাল ভোয়েলকি তার এখতিয়ারভুক্ত চার্চগুলোতে যৌন নিপীড়নের ঘটনার স্বাধীন ও বিস্তৃত তদন্তের ঘোষণা দেন। একটি আইনী প্রতিষ্ঠান সেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমাও দিয়েছে৷ কিন্তু তদন্ত প্রতিবেদন আইনসঙ্গত হয়নি এমন যুক্তিতে সেটি প্রকাশ করা হচ্ছে না। মূল প্রতিবেদনটি সম্পাদনা করে আগামী মার্চে প্রকাশের কথা রয়েছে৷
এদিকে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বিভিন্ন চার্চের পাদ্রীদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের তথ্য বেরিয়ে এসেছে৷ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে৷
প্রতিবেদনটি তিনশ'র বেশি পাদ্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের এ তথ্য প্রকাশ করেছে৷ কর্তৃপক্ষ এখন পর্যন্ত মাত্র দু'জন পাদ্রীকে সুনির্দিষ্টভাবে অভিযোগের আওতায় এনেছে৷ পেনসিলভানিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল জোশ শাপিরু গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান৷
রাজ্যটির গ্র্যান্ড জুরির প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার শিশুদের অধিকাংশই ছেলে৷ তাদের ধর্ষণ করাসহ নানা ধরণের যৌন অত্যাচার করা হয়েছে৷ নির্যাতনের শিকার হওয়া অনেক শিশুই পরবর্তীতে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে৷ কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েছে এবং এদের অনেকেই আত্মহত্যা করেছে বলে প্রতিবেদনটি জানিয়েছে৷
খবর সূত্র: ডয়েচে ভেলে