নতুন গুপ্তচর মিডিয়ার তালিকা প্রকাশ করলো রাশিয়া


নতুন গুপ্তচর মিডিয়ার তালিকা প্রকাশ করলো রাশিয়া

ছবি : সংগৃহীত

 

নতুন করে নয় জন সাংবাদিক ও তিনটি গণমাধ্যমকে বিদেশী গুপ্তচরের তালিকায় যুক্ত করেছে রাশিয়ার সরকার। রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের নোবেল বিজয়ের কয়েক ঘন্টা পরেই বিদেশি গুপ্তচর মিডিয়ার তালিকা প্রকাশ করলো রাশিয়ার বিচার মন্ত্রণালয়। 

রাশিয়ার সরকারের সমালোচনামূলক মিডিয়া আউটলেট এবং সাংবাদিকদের বিদেশি গুপ্তচর হিসাবে অ্যাখ্যায়িত করা হয়। এতে করে প্রতিষ্ঠানের পাশাপাশি একক ব্যক্তিকেও সরকারের তদন্তের মুখে পড়তে হয়।

রাশিয়ার শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার সম্পাদক দিমিত্রি মুরাতভ নোবেল বিজয়ের পর আশা করা হচ্ছিল স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে দেশটির সরকারের যে অভিযান তা কিছুটা হলেও হ্রাস পাবে। কিন্তু নতুন করে গুপ্তচর মিডিয়ায় নয় সাংবাদিক ও তিন গণমাধ্যমকে যুক্ত করায় স্বাধীন সাংবাদিকতা নতুন হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন অনেকে।

নোবেল পুরস্কার বিজয়ের পর সাংবাদিক দিমিত্রি মুরাতভ বলেন, ‘রাশিয়ায় সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে অতীতে যেসব দমনমূলক নীতি নেয়া হয়েছে এবং এখনো হচ্ছে, তার একটি উপযুক্ত জবাব দেয়া হয়েছে এ ঘোষণার মাধ্যমে’।