সেপ্টেম্বরে হয়রানির শিকার বিশ্বের ৬১ নারী সাংবাদিক


সেপ্টেম্বরে হয়রানির শিকার বিশ্বের ৬১ নারী সাংবাদিক

ছবি : সংগৃহীত

 

সাংবাদিক রোজিনা ইসলামসহ গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে ৬১ জন নারী সাংবাদিক বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নারী সাংবাদিকদের বৈশ্বিক জোট কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম-সিএফডাব্লিউআইজের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

এফডাব্লিউআইজের ‘প্রেস ফ্রিডম স্ট্যাটাস ফর উইমেন জার্নালিস্টস: সেপ্টেম্বর ২০২১’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে তথ্য সংগ্রহ কিংবা প্রতিবেদন তৈরি করতে গিয়ে বিশ্বের ১২ জন নারী সাংবাদিক হামলার শিকার হয়েছেন৷ এসময় লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্রে নারী সাংবাদিকদের ওপর হামলা হয়েছে৷

প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তান, নাইজেরিয়া, মন্টেনেগ্রো, স্লোভেনিয়া, তিউনিসিয়া, তুরস্কের ১০ নারী সাংবাদিক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে জানিয়েছে সিএফডাব্লিউআইজে৷ বেলারুশ, চীন, মিয়ানমার, পোল্যান্ড ও রাশিয়ায় সাত নারী সাংবাদিককে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে৷

এছাড়া, ভারত, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের তিন সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে, বিভিন্ন দেশের ২০ জন ট্রলের শিকার হয়েছেন, সুইজারল্যান্ডের এক নারী সাংবাদিক অনলাইনে হয়রানির শিকার ও ভারতের একজন রাতে চলাচলের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন৷

গত সেপ্টেম্বরে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় জব্দ করা রোজিনা ইসলামের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড, দুটি মুঠোফোন ও পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন নাকচ করে দেন আদালত৷

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকেগত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়৷ সেদিন রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ আর রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়৷ এই মামলায় গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহের মাথায় গত ২৩ মে জামিনে ছাড়া পান রোজিনা ইসলাম।