ফিলিস্তিনি সাংবাদিককে মুক্তি দিলো ইসরাইল


ফিলিস্তিনি সাংবাদিককে মুক্তি দিলো ইসরাইল

ছবি : সংগৃহীত

 

গ্রেপ্তারের ১১ মাস পর ফিলিস্তিনি নারী সাংবাদিককে মুক্তি দিয়েছে ইসরাইল। ৫ অক্টোবর, মঙ্গলবার বিকেলে সাংবাদিক বুশরা আল-তাওয়িলকে দামুন কারাগার থেকে মুক্তি দেয়া হয়। সাংবাদিক বুশরা আল-তাওয়িল ফিলিস্তিনি সংবাদমাধ্যম আনিন আল-কায়েদ মিডিয়া নেটওয়ার্কে কাজ করতেন। একই সাথে ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়েও কাজ করে আসছেন তিনি।

গত নভেম্বরে তাকে গ্রেপ্তার করে ইসরাইল বাহিনী। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুস শহরের ইৎজার চেকপয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রশাসনিক আটকাদেশের অধীন চার মাস আটক রাখা হয়। পরে আরো দুই দফায় তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়।

প্রশাসনিক আটকাদেশের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দীকে কারাগারে আটকে রাখতে পারে ইসরাইলি কর্তৃপক্ষ।

এদিকে, সাংবাদিক বুশরার বাবা ও পশ্চিম তীরের আল-বিরা মিউনিসিপালিটির সাবেক মেয়র জামাল আল-তাওয়িলও বর্তমানে প্রশাসনিক আটকাদেশের অধীনে কারাগারে রয়েছেন। এ নিয়ে বুশরা আল-তাওয়িল মোট চার দফা ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হোন।

২৮ বছর বয়সী এই সাংবাদিক ২০১১ সালে প্রথম গ্রেপ্তার হওয়ার পর চার দফায় সাড়ে তিন বছর ইসরাইলের কারাগারে কাটান।