সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ


সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

ছবি : সংগৃহীত

 

বরিশালে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

৫ অক্টোবর, মঙ্গলবার বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘সাংবাদিক আলম রায়হানের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে’।

সমাবেশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সহ সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি আফজাল হোসেন, বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওদার ও অন্যরা। সভা সঞ্চালনা করেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আরিফুর রহমান।

গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আলম রায়হানের পত্রিকা অফিসে ঢুকে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।