মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে নতুন অভিযোগ


মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ছবি : সংগৃহীত

 

ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে নতুন করে অবৈধ মেলামেশার অভিযোগ এনেছে মিয়ানমারের সামরিক জান্তা। ৫ অক্টোবর, মঙ্গলবার তার সাংবাদিক থান জাও অং এ কথা জানিয়েছেন।

এর আগে সামরিক জান্তার বিরুদ্ধে ভিন্নমতকে উস্কে দেয়ার অভিযোগে গত ২৪ মে মিয়ানমার ছেড়ে যাওয়ার সময় ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে ফেনস্টারকে আটক করা হয়। বিচারাধীন এ অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের সাজা হতে পারে এবং নতুন করে তার বিরুদ্ধে আনা অবৈধ মেলামেশার অভিযোগ প্রমাণিত হলে আরও তিন বছরের সাজা হতে পারে তার।

আগামী ১৫ অক্টোবর তার দ্বিতীয় মামলার বিচার কাজ শুরু হতে পারে জানিয়েছে তার আইনজীবী।

আগস্টে আমেরিকান সাংবাদিকদের সাথে কনফারেন্স কলে তার পরিবারের সদস্যরা জানান, আটক অবস্থায় তিনি সম্ভবত কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি অং সান সুকির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে মিয়ানমারে উত্তেজনা ও অস্থিরতা চলছে। অভুত্থ্যানের পর থেকে জান্তা সরকার ক্রমাগত গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করে আসছে।