বর্ণিল আয়োজনে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন


বর্ণিল আয়োজনে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ছবি : সংগৃহীত

 

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে করোনা মহামারির পর প্রাণহীন জাতীয় নাট্যশালায় আবার ফিরেছে প্রাণ।

১ অক্টোবর, শুক্রবার জাতীয় নাট্যশালায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসবের নবম এই আয়োজনে অংশ নেবে ১৪০টি দলের প্রায় সাড়ে তিন হাজার সংস্কৃতিকর্মী।

এই উৎসব নিয়ে আয়োজকেরা বলেন, ‘অতিমারীর স্বাস্থ্যঝুকির মধ্যে উৎসব আয়োজন করা ছিল বেশ চ্যালেঞ্জিং’।

১২ দিনের এই সাংস্কৃতিক উৎসবে ১৪০ টি সাড়ে তিন হাজার কর্মী অংশগ্রহণ করলেও থাকছেনা বন্ধু রাষ্ট্র ভারতের কোনো নাট্যদল। তবে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা লোকনাট্যকে প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে উৎসবের মুক্তমঞ্চের আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও প্রথম দিন জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছে থিয়েটার বেইলি রোডের প্রযোজনা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ঢাকা জেলা শিল্পকলা একাডেমীর প্রযোজনা ‘জনকের মৃত্যু নেই’ এবং পরিক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘কহে ফেসবুক’।

উৎসবের প্রথমদিন সাংস্কৃতিক কর্মীদের প্রাণোচ্ছল উপস্থিতির মধ্য দিয়ে যেন মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গণ। বহিরাঙ্গণের রঙীন সাজসজ্জায় উৎসবের আমেজ ধরার চেষ্টা করলেও স্মৃতিকর্ণার সাজানো হয়েছিল অতিমারি সময়ে হারানো সাংস্কৃতিক স্বজনদের আলোকচিত্র দিয়ে।