আইপিআই’র ভাইস চেয়ারম্যান হলেন মাহ্ফুজ আনাম


আইপিআই’র ভাইস চেয়ারম্যান হলেন মাহ্ফুজ আনাম

ছবি : সংগৃহীত

 

সংবাদমাধ্যমের স্বাধীনতা, সুরক্ষা ও সাংবাদিকতার উন্নয়ন নিয়ে কাজ করা অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম ।

১ অক্টোবর, শুক্রবার আইপিআই তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

২০২১ সালের আইপিআইয়ের ওয়ার্ল্ড কংগ্রেসের পর সংগঠনের সদস্যরা মাহ্ফুজ আনামসহ চার জনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। আইপিআই-এর বৈশ্বিক নির্বাহী বোর্ডের অন্য তিন নির্বাচিত ভাইস চেয়ারম্যানরা হলেন, স্পেনের অনলাইন সংবাদমাধ্যম পাবলিকোর এডিটর ইন চিফ ও দ্য প্ল্যাটফর্ম ফর দ্য ডিফেন্স অব ফ্রি এক্সপ্রেশনের (পিডিএলআই) চেয়ারম্যান ভার্জিনিয়া পেরেজ আলোনসো, যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এডিটর অ্যাট-লার্জ জন ড্যানিসজেউস্কি এবং আইপিআইয়ের তুরস্ক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ও জার্নো ডটকমের প্রজেক্ট এডিটর এমরি কিজিলকায়া।

ওয়ার্ল্ড কংগ্রেসে প্রতিষ্ঠানটির নির্বাহী বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অনুসন্ধানী সাংবাদিক খাদিজা প্যাটেল। তার সঙ্গে যোগ দেবেন নতুন চার ভাইস চেয়ারম্যান। ওই কংগ্রেস সভায় নির্বাহী বোর্ডের ১০ জন সদস্যও নির্বাচিত হন। তারা নাইজেরিয়া, ফিলিস্তিন, হাঙ্গেরি, তুরস্ক, রাশিয়া, জর্ডান, যুক্তরাষ্ট্র, জাপান, ফিনল্যান্ড ও কাতারের সাংবাদিক।

আইপিআইয়ের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, আইপিআইয়ের নির্বাহী বোর্ড নির্বাচিত হয় প্রতিষ্ঠানটির সাধারণ অধিবেশনের মাধ্যমে। নির্বাহী বোর্ডের সদস্যরা এই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।