বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ফরিদা ইয়াসমিন


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ফরিদা ইয়াসমিন

ভোটে জয়ের পরদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। 

আজ ২ জানুয়ারি শনিবার সকালে, ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিক নেতারা। 

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও আশরাফ আলী, কোষাধক্ষ্য শাহেদ চৌধুরী, সদস্য আইয়ুব ভুইয়া, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

এ সময়  জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন ফরিদা ইয়াসমিন। 

পরে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফরিদা ইয়াসমিনের বিজয় মানে স্বাধীনতার সপক্ষের বিজয়। তাঁর বিজয়ের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নের আরেকটি মাইলফলক তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১১ পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেল। ক্লাবের ৬৬ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন। 

এর আগে ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। ফরিদা ইয়াসমিন পর পর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।