বাংলাদেশ-ভারত প্রেসক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই


বাংলাদেশ-ভারত প্রেসক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

ছবি : সংগৃহীত

 

জাতীয় প্রেসক্লাব ও প্রেসক্লাব অব ইন্ডিয়ার মধ্যে সদস্যদের পরস্পরের ক্লাব সুবিধা ব্যবহার সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সমঝোতা স্মারকপত্রটি ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের হাতে তুলে দেন সভাপতি ফরিদা ইয়াসমিন।

৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও প্রেসক্লাব অব ইন্ডিয়া, দিল্লির সভাপতি উমাকান্ত লাখারিয়া দুই ক্লাবের পক্ষে এই সমঝোতা স্মারক সই করেন। এই সমঝোতা অনুযায়ী দুই ক্লাবের সদস্যরা পরস্পরের ক্লাব সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও ভবিষ্যতে পেশাগত নানা কর্মসূচি পালন করা হবে। জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে। আশাবাদ ব্যক্ত করে তারা জানান, এই সমঝোতার ফলে আগামী দিনগুলোতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।