স্টুডিওতে ক্যামেরাম্যানের স্ট্রোক


স্টুডিওতে ক্যামেরাম্যানের স্ট্রোক

ছবি : সংগৃহীত

 

একুশে টেলিভিশনের(ইটিভি) স্টুডিওতে স্ট্রোক করে ক্যামেরাম্যান খোরশেদ আলম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর, রবিবার রাতে মারা যান তিনি।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থল একুশে টেলিভিশনের স্টুডিওতে ক্যামেরা চালানোর সময় স্ট্রোক করেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখানে ১৯ সেপ্টেম্বর, রবিবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান খোরশেদ আলম।

পরিবারে তার স্ত্রী ও তিন কন্যা রয়েছে। খোরশেদ আলমের মৃত্যুতে শোক জানিয়েছে একুশে টেলিভিশন পরিবার।