সেন্সরে রেহানা মরিয়ম নূর, অক্টোবরে মুক্তি


সেন্সরে রেহানা মরিয়ম নূর, অক্টোবরে মুক্তি

ছবি : সংগৃহীত

 

অক্টোবরের শেষ সপ্তাহে মুক্তি পেতে পারে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া আবদুল্লাহ মোহম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। ১২ সেপ্টেম্বর, রবিবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।   

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মেলবোর্ন, বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও সিনেমাটি ডাক পেয়েছে।

এদিকে, মুক্তি পাওয়ার বিষয়ে সিনেমাটির অন্যতম প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আমরা প্রয়োজনীয় সব ডকুমেন্টসহ গতকাল রোববার ‘রেহানা মরিয়ম নূর’ সেন্সরে জমা দিয়েছি। আশা করি, শিগগিরি সেন্সর পাবে। তখন আমরা দেশের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে যেতে পারব’।

কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির যে ভার্সন দেখানো হয়েছে সেই একই ভার্সন দেশের দর্শকরাও দেখতে পাবেন বলেও জানান এহসানুল হক বাবু।

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নিয়ে আমরা অনেকে আগ্রহী। গতকাল সিনেমাটি জমা পড়েছে। পেনড্রাইভ ও সিডিতে ছবিটি জমা দিয়েছে কর্তৃপক্ষ। শিডিউলমতো সিনেমাটি দেখা হবে। সব ঠিক থাকলে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাবে।’