নেত্রকোণায় সাংবাদিকের ওপর হামলা


নেত্রকোণায় সাংবাদিকের ওপর হামলা

ছবি : সংগৃহীত

 

নেত্রকোণায় দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিকের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সাংবাদিকের নাম কলি হাসান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার নেত্রকোণা জেলার দুগার্পুর উপজেলা প্রতিনিধি।

আহত অবস্থায় তাকে দুগার্পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে দুগার্পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহুর ভাতিজা মাজহারুল ইসলামকে ১ নং বিবাদী হিসেবে উল্লেখ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক কলি হাসান ঘটনার দিন শনিবার রাতে দুগার্পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক আত্মীয়ের সাথে সাক্ষাতের পর হাসপাতালের মূল গেটের সামনে চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এসময় ৬-৭ জনের একদল দুর্বৃত্ত ওই সাংবাদিকের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে  গুরুতর আহত করে।

হামলাকারীরা তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোনটিও নিয়ে যায় বলে আহত সাংবাদিকের স্ত্রী জানান।

আহত সাংবাদিকের স্ত্রী আরও জানান, সাংবাদিক কলি হাসান একই ইউনিয়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, কিছুদিন আগে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়াতে তার স্বামীকে চেয়ারম্যানের ভাতিজা রুহুল হুমকি দেন।

সেই হুমকি অগ্রাহ্য করে প্রচারণা চালানোতেই এই হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জানতে চাওয়া হলে বিরিশিরি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহুল বলেন, এ হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নূর এ-আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতের খোঁজখবর নিয়েছেন।