বিক্ষোভ দমনে কাবুলে ইন্টারনেট সেবা বন্ধ


বিক্ষোভ দমনে কাবুলে ইন্টারনেট সেবা বন্ধ

ছবি : সংগৃহীত

 

তালেবান বিরোধী বিক্ষোভ দমন করতে কাবুলের অনেক জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাবুল দখলের পর সম্প্রতি আফগানিস্তানে গঠন হয়েছে নতুন অন্তবর্তী সরকার। এই সরকারে নারীদের কোনও জায়গা হয়নি।

এ ঘটনা এবং নারী অধিকারের দাবিতে কাবুলের বেশ কয়েক জায়গায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভ দমন করতে ফাঁকা গুলি ছোড়ে সশস্ত্র তালেবানরা। বিক্ষোভ থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাবার ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় কাবুলের বেশ কিছু জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। আন্দোলনের খবর ছড়িয়ে পড়া ঠেকাতেই কাবুলের একাধিক জায়গায় ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেন তালেবান গোয়েন্দারা।