পাঞ্জশিরে জোটের মুখপাত্র সাংবাদিক ফাহিম দাস্তির নিহত


পাঞ্জশিরে জোটের মুখপাত্র সাংবাদিক ফাহিম দাস্তির নিহত

ছবি : সংগৃহীত

 

আফগানিস্তানে পাঞ্জশিরে জোটের মুখপাত্র সাংবাদিক ফাহিম দাস্তির নিহত হয়েছেন। তালেবান ও উত্তরাঞ্চলীয় জোটের যুদ্ধ চলার সময় তিনি নিহত হন। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে পাঞ্জশির প্রদেশের আনাবা জেলায় 'পাকিস্তান বিমান বাহিনীর ড্রোন হামলায়' সাংবাদিক ফাহিম মারা যান।

তবে, উত্তরাঞ্চলীয় জোটের এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

সাংবাদিক ফাহিম দাস্তি সাপ্তাহিক ম্যাগাজিন সুবা-ই-কাবুল'র ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আফগানিস্তান জার্নালিস্ট ফেডারেশনের সদস্য ছাড়াও, তিনি আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান ছিলেন।

তালেবানবিরোধী উত্তরাঞ্চলীয় জোটের মুখপাত্র হিসেবেও কাজ করছিলেন সাংবাদিক ফাহিম।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন। সংগঠনটির প্রধান নির্বাহী সুয়াইব ফানা গণমাধ্যমকে বলেন, 'সাংবাদিক ফাহিম দাস্তি বাক-স্বাধীনতার পক্ষে সক্রিয় ছিলেন। তিনি গত আট বছর এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।‘

এদিকে, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোন হামলায় ফাহিম দাস্তি নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান। তাদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, 'ফাহিম উত্তরাঞ্চলীয় জোটের দলীয় কোন্দলে নিহত হয়েছেন।'

ফাহিমের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাংবাদিকই শোক প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।