মিয়ানমারের আলোকচিত্রী জিতলেন সেরা ফটোসাংবাদিক পুরস্কার


মিয়ানমারের আলোকচিত্রী জিতলেন সেরা ফটোসাংবাদিক পুরস্কার

ফটোসাংবাদিকদের বার্ষিক উৎসব 'ভিসা পোর লা মেগ'-এর সেরা ফটোগ্রাফার নির্বাচিত হয়েছেন মিয়ানমারের এক আলোকচিত্রী। তবে নিরাপত্তার স্বার্থে ফটোগ্রাফারের নাম প্রকাশ করা হয়নি।

৪ সেপ্টেম্বর, শনিবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পারপিগনানে বার্ষিক উৎসবে সেরা পুরস্কারজয়ী হিসেবে ওই ফটোগ্রাফারকে মনোনয়ন দেয়া হয়। তার ছবিতে ফুটে উঠেছে মিয়ানমার জুড়ে রক্তাক্ত সামরিক অভিযান ও গণতান্ত্রিক বিক্ষোভ ছবি। ফটোগ্রাফারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন নিউইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়া অঞ্চলের ফটো সম্পাদক মিক্কো তাক্কুনেন।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে চলমান সহিংসতা, জনগণের বিক্ষোভ ও সামরিক অভিযানে নিহতদের পরিবারের ছবি তুলে ধরেন এই ফটোগ্রাফার।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ঝড়ের ছবি তুলে দ্য নিউইয়র্ক টাইমস থেকে এরিন শ্যাফো এবং আফগানিস্তানে নিহত ফটোগ্রাফার দানিশ সিদ্দিকী করোনা মহামারির সংকটের ছবি তুলে মনোনীত হন।