দুই যুগেও শেষ হয়নি আলোচিত সম্পাদক মুকুল হত্যার বিচারকাজ


দুই যুগেও শেষ হয়নি আলোচিত সম্পাদক মুকুল হত্যার বিচারকাজ

দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম। ছবি : সংগৃহীত

 

দীর্ঘ দুই যুগেও শেষ হয়নি আলোচিত যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলার বিচারকাজ।

৩০ আগস্ট আর এম সাইফুল আলম মুকুল হত্যার ২৩ বছর। ১৯৯৮ সালের ৩০শে আগস্ট রাতে তাকে হত্যা করা হয়েছিল।

স্থগিতাদেশ নিস্পত্তির পর বিচারকার্য এগিয়ে নেয়া সম্ভব হবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মুকুল হত্যা মামলার বিচার কাজ স্থবির রয়েছে।

১৯৯৮ সালের ৩০শে আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল। পরদিন তার স্ত্রী, অজ্ঞাতদের আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

যশোর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক র‍্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক মুকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করছে।