সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

ছবি : সংগৃহীত

 

ঝিনাইদহে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আলী হোসেন নামের এক ব্যাক্তির  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আলী হোসেন নিজেকে দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচয় দিতেন ।

ভুক্তভোগীদের অভিযোগ, আলী হোসেন নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে মানুষকে হয়রানি করে আসছিলেন। এমন কি প্রশাসনের অভিযান থামিয়ে দেওয়াসহ যেকোনো ধরনের কাজের তদবিরও করতে পারেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২৪ আগস্ট, মঙ্গলবার খুলনার সাইবারক্রাইম আদালতে আলী হাসেনসহ তিনজনের বিরুদ্ধেে মামলা করে মেহেরপুরের নিলুফার ইয়াসমিন রুপা।

এজাহারে বলা হয়, ১৮ আগস্ট, বুধবার মেহেরপুরের ঠিকাদার মিঠু ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিন রুপাকে ফোন দিয়ে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখান এবং তাদের সম্পদের হিসাব ও উৎস জানতে চান আলী হোসেন। নিলুফার ইয়াসমিন রুপার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করলে দিতে অস্বীকৃতি জানালে তার নামে ধারাবাহিকভাবে অসত্য সংবাদ পরিবেশন করেন আলী হোসেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এ বিষয়ে বলেন, আলী হোসেন প্রেসক্লাবের সদস্য নয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলে আমরা নিজেরা তাকে পুলিশে সোপর্দ করব।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আলী হোসেনকে ফোনে পাওয়া যায়নি।