রোলিং স্টোনের ড্রামার চার্লি ওয়াটস আর নেই


রোলিং স্টোনের ড্রামার চার্লি ওয়াটস আর নেই

 

ইংলিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনের খ্যাতনামা ড্রামার চার্লি ওয়াটস মারা গেছেন। ২৪ আগস্ট, মঙ্গলবার লন্ডনের এক হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। লন্ডনে তার প্রচারক বের্নার্ড ডোহার্টি এক বিবৃতিতে জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় চার্লি ওয়াটস আর নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিবারবেষ্টিত অবস্থায় তিনি মঙ্গলবার সকালে লন্ডনের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোলিং স্টোনের একজন সদস্য হিসেবে, ওয়াটস তার প্রজন্মের সেরা ড্রামারদের একজন ছিলেন।’

১৯৬৩ সালে রোলিং স্টোনে যোগ দেন ওয়াটস। এরপর দীর্ঘ ৬০ বছর রোলিং স্টোনে ড্রামস বাজিয়েছেন তিনি। রোলিং স্টোনের ম্যাগাজিনে সেরা ১০০ ড্রামারের তালিকায় ১২তম স্থান করে নেন এই খ্যাতনামা ড্রামার।

ব্যান্ড সতীর্থের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন স্যার মিক জ্যাগার ও কিথ রিচার্ডস। ২০০৪ সালে ওয়াটসের গলার ক্যানসারের চিকিৎসা করা হয়।