ফেসবুকে এবার নতুন চমক


ফেসবুকে এবার নতুন চমক

 

নতুন চমক নিয়ে এলো এবার ফেসবুক। পরীক্ষামূলকভাবে ভিডিও ও ভয়েস কলের ফিচার চালু করেছে ফেসবুক। সম্প্রতি এই তথ্য জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

২০১৪ সালে প্রথম ফেসবুকের সঙ্গে যুক্ত হয় মেসেঞ্জার। এরপর একসাথে পথ চলা শুরু হয় দুটি পৃথক অ্যাপের। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জারের বিকল্প কিছু চিন্তাই করতে পারেন না।

এছাড়া, হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জার একসাথে যুক্ত করার চিন্তাভাবনা করছে মার্ক জাকারবার্গের সংস্থা। এর আগে ইনস্টাগ্রামের সঙ্গে নিজেদের জুড়ে ইনস্টাগ্রাম ব্যবহারকে আরও সহজতর করে দেয় ফেসবুক।

গত বছরের সেপ্টেম্বর মাসে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে অভিন্ন মেসেজিং পদ্ধতি চালু করে। ফলে দুই প্ল্যাটফর্মের ব্যবহারকীরা বর্তমানে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেই মেসেজ বা কল করতে পারেন।

মেসেঞ্জারের জনপ্রিয়তা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করে ফেসবুক জানায়, মূল অ্যাপে কলিংয়ের সুবিধা যুক্ত হলেও মেসেজিং, অডিও এবং ভিডিও কল ফিচারের পূর্ণ স্বাদ গ্রহণ করতে হলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতেই হবে।