সময় টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি


সময় টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি

সময় টেলিভিশনে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি, ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

চাকরির পজিশন : ট্রেইনি, ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট

কাজের প্রকৃতি : ডেস্ক জব

কাজের ধরণ : ফুলটাইম

বেতন : আলোচনা সাপেক্ষে

 

প্রয়োজনীয় যোগ্যতা:

 

*ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান

*ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার বিধিবদ্ধকতা ও নিষেধাজ্ঞা সম্পর্কে অভিজ্ঞতা

*অনলাইন লাইভ ব্রডকাস্টিং সম্পর্কে সম্যক ধারণা

*ফটোশপে ফটো এডিটিং -এর দক্ষতা

*প্রিমিয়ারে ভিডিও এডিটিং -এর দক্ষতা

*আফটার ইফেক্ট সম্পর্কে ভালো জ্ঞান

*এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা

*কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সমাধান সম্পর্কে বিস্তর ধারণা

*কন্টেন্ট -এর নীতি ও মূল্যের যথাযথ মূল্যায়ন করার ক্ষমতা

*কাজের চাপ নেবার ইতিবাচক মানসিকতা

*প্রয়োজনে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ

*বাংলা ও ইংরেজিতে দ্রুত টাইপ করার ক্ষমতা

*সংবাদ সম্পাদনা সম্পর্কে জ্ঞান

*বাংলা শুদ্ধ বানান জানা

 

দায়িত্বসমূহ:

 

*দিন-রাত ২৪ ঘণ্টার যে কোনো সময়ে (রোস্টার/শিডিউলের ভিত্তিতে) কাজ করার মানসিকতা

*সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজি সম্পর্কে ভাবনা-চিন্তা ও সেগুলো প্রয়োগের মাধ্যমে ইতিবাচক ফলাফল আনার মানসিকতা

*ফেসবুক ও ইউটিউব -এর কন্টেন্ট নিয়ে সৃজনশীলতা প্রদর্শন এবং নতুন নতুন পরিকল্পনা ও ভালো ফলাফল আনার মানসিকতা

*দলীয়ভাবে কাজ করার মানসিকতা ও চ্যানেলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার চেষ্টা

*প্রতিযোগিতাপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের নতুন নতুন ফিচার ও আপডেট সম্পর্কে অবগত থাকা

 

শিক্ষাগত যোগ্যতা:

 

ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সাংবাদিকতা এবং মার্কেটিং -এর ছাত্রদের অগ্রাধিকার)

 

প্রয়োজনীয় দক্ষতা:

 

*ইউটিউব, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, পিনটারেস্ট সম্পর্কে বিস্তারিত ও সম্যক জ্ঞান

*কন্টেন্ট মার্কেটিং -এর তত্ত্ব ও প্রয়োগ সম্পর্কে ধারণা

*কপিরাইট ইস্যু ও সমাধান সংক্রান্ত জ্ঞান

*সৃজনশীল কন্টেন্ট তৈরির মনোভাব

*এসইও, কিওয়ার্ড নিয়ে গবেষণা ও গুগল এনালাইটিক্স সম্পর্কে জ্ঞান ও ধারণা

*একসঙ্গে একাধিক কাজ করার ইতিবাচক মানসিকতা

 

মূল দায়িত্ব:

 

*সময় টিভি'র সব ইউটিউব চ্যানলের কন্টেন্ট নিয়ে কাজ

*সোশ্যাল মিডিয়ার লাইভ টেলিকাস্টিং (নিউজ ও প্রোগ্রাম)

 

আবেদনের নির্দেশনা:

 

আগ্রহী প্রার্থীদের ১৬ জুন ২০২১ তারিখের মধ্যে নিচে প্রদত্ত লিংকে ফর্ম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

আবেদনের লিঙ্কঃ https://rb.gy/zsttvs