এসএটিভিতে নিয়োগ
০৬ নভেম্বর ২০২১, ০৪:৩০ পিএম

ছবি : সংগৃহীত
লোকবল নিয়োগ দিবে বেসরকারি টেলিভিশন এসএটিভি। সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেরসরকারি টেলিভিশনটি।
পদের নাম:
সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা
রিপোর্টার/নিউজরুম এডিটর
জেলা সংবাদদাতা
উপজেলা প্রতিনিধি
সীমান্ত/বর্ডার চেকপোস্ট সংবাদদাতা
প্রবাস প্রতিনিধি
সংবাদ প্রযোজনা সহকারি
সহকারি সংবাদ প্রযোজক
অনুষ্ঠান প্রযোজক
সহকারি অনুষ্ঠান প্রযোজক
ক্যামেরাপার্সন
মেকাপ আর্টিস্ট
গ্রাফিক্স ডিজাইনার
ভিডিও এডিটর
লাইটসম্যান
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
আবেদন যোগ্যতা:
বয়সসীমা সর্বোচ্চ ২৬ বছর
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের এই ঠিকানায় satv.hr2022@gmail.com কাভার লেটার সহ পূর্ণাঙ্গ সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়:
২৫ নভেম্বর, ২০২১