তিনটি পদে লোক নেবে চ্যানেল টুয়েন্টিফোর
৩০ জানুয়ারি ২০২১, ০২:৪৯ পিএম
স্টাফ রিপোর্টার (অনলাইন), ডিজিটাল সোস্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাসিসট্যান্ট/অ্যাসোসিয়েট প্রডিউসার (অনলাইন) এই তিনটি পদে লোক নেবে হামীম গ্রুপের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর। প্রার্থীকে ২/৩ বছরের অভিজ্ঞতা ও অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আবেদন পাঠানোর ঠিকানা : jobs24@channel24bd.tv
এছাড়াও আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবে।
https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=946616&fcatId=10&ln=3