বায়ান্ন টেলিভিশনে নিয়োগ
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪০ পিএম

ছবি : সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বায়ান্ন টেলিভিশন। যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের জন্য প্রতিষ্ঠানটি আহবান জানিয়েছে।
পদ:
* সহকারি নিউজ এডিটর
* নিউজ রুম/সাব-এডিটর
* সহকারি প্রডিউসার
* শিক্ষানবিশ রিপোর্টার
* হেড অব ডিজিটাল সোস্যাল মিডিয়া
* এক্সিকিউটিভ (এসইও এন্ড সোস্যাল মিডিয়া)
* এক্সিকিউটিভ (আইটি সাপোর্ট)
* এক্সিকিউটিভ (গ্রাফিক্স)
* এক্সিকিউটিভ (ওয়েব) এবং
* ভিডিও ক্যামেরাম্যান
শিক্ষাগত যোগ্যতা
* যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
বয়স
* ৩৫ বছর অথবা তার নিচে।
অভিজ্ঞতা
* সংশ্লিষ্ট কাজে সাত বছরের অভিজ্ঞতা অথবা কাজ জানা নতুনদেরও অগ্রাধিকার দেয়া হবে
বেতন এবং অন্যান্য সুবিধা
* অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন দেয়া হবে
* বাৎসরিক বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস
যেভাবে আবেদন করবেন
* আগ্রহী প্রার্থীদের career@bayanno.tv এই মেইলে সিভি পাঠাতে হবে
* সিভি পাঠানোর সময় অবশ্যই সাবজেক্টের ঘরে পদের নাম লিখতে হবে
আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর