‘অ্যাকশন এইড ইয়ং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’


‘অ্যাকশন এইড ইয়ং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’

ছবি : সংগৃহীত

 

যুব বিষয়ক সাংবাদিকতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার উদ্দেশ্যে ‘অ্যাকশন এইড ইয়ং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ এর জন্য প্রতিবেদন জমা নিচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশ।

 

পুরস্কারের বিভাগ:

  • সামাজিক রূপান্তরে যুব নেতৃত্ব
  • যুবদের শোভন কাজ ও অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ
  • যুববান্ধব জবাবদিহিতামূলক জনসেবা

 

মিডিয়া বিভাগ:

  • টেলিভিশন, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া (ইংরেজি এবং বাংলা)

 

প্রকাশিত প্রতিবেদনের সময়রেখা:

  • ১ জানুয়ারি ২০২০ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন জমা দেয়া যাবে।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

  • কভার লেটার (সর্বোচ্চ ১ পৃষ্ঠা)
  • আবেদনকারীর কর্মস্থল থেকে সম্পাদক/চিফ রিপোর্টার/অ্যাসাইনমেন্ট এডিটরের কাছ থেকে রিপোর্টের স্বত্বাধিকার সংক্রান্ত অনুমোদনপত্র।
  • আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • জীবনবৃত্তান্ত।

 

 

বিশেষ শর্ত:

১। প্রিন্ট মিডিয়া রিপোর্টের ক্ষেত্রে (জাতীয় এবং স্থানীয় উভয়), রিপোর্টের সফটকপি (রিপোর্টের কোন অনলাইন সংস্করণ থাকলে অনলাইন রিপোর্টের লিঙ্ক সহ) অবশ্যই ইমেলের মাধ্যমে জমা দিতে হবে। সফটকপি ছাড়াও হার্ডকপি জমা দিতে হবে।

২। টেলিভিশনের ক্ষেত্রে, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের ইউটিউব লিঙ্ক সহ ইমেলের মাধ্যমে একটি সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ স্ক্রিপ্ট জমা দিতে হবে।

৩। অনলাইন মিডিয়ার ক্ষেত্রে প্রতিবেদনটি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং প্রাসঙ্গিক প্রতিবেদনটি ইউআরএল লিংকসহ জমা দিতে হবে।

৪। সংবাদপত্র/টেলিভিশন/অনলাইন পোর্টাল এবং প্রতিবেদকের নাম এবং তারিখ দৃশ্যমান হতে হবে।

৫। শুধু বাংলাদেশী সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

৬। আবেদনকারীদের অবশ্যই তাদের সেরা ২টি প্রতিবেদন (মূলধারার) জমা দিতে হবে।

৭। একজন আবেদনকারী একাধিক বিভাগে আবেদন করতে পারবেন।

৮। অসম্পূর্ণ/ভুল তথ্য সহ আবেদন অযোগ্য ঘোষণা করা হবে।

৯। আবেদনের বয়সসীমা ৩৫ বছর।

 

আবেদনের শেষ সময়:

  • ২৫ সেপ্টেম্বর ২০২১

 

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

প্রতি: আফসানা আলিম

প্রোগ্রাম অফিসার, ইয়ং পিপল

হাউস এস ই (সি) ৫/বি, রোড ১৩৬, গুলশান ১, ঢাকা ১২১২

অ্যাকশনএইড বাংলাদেশ।

 

ইমেইল:

afsana.alim@actionaid.org

gulam.nayeem@actionaid.org

 

পুরস্কার মূল্য:

জনপ্রতি ৬৭,৬৪৮ টাকা (ভ্যাট ও কর অন্তর্ভুক্ত)

 

৩৫ বছরের কম বয়সী নারী এবং তরুণ সাংবাদিকদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিস্তারিতঃ  https://www.actionaidbd.org/post/actionaid-young-journalist-media-award-2021