ফরিদপুরে সাংবাদিক আটক


ফরিদপুরে সাংবাদিক আটক

ফরিদপুরের সালথায় গভীর রাতে বাড়ি থেকে আটক করে এক সাংবাদিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত সাংবাদিকের নাম নুরুল ইসলাম নাহিদ।

পুলিশের ভাষ্যমতে, নাশকতার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমসের সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। ১৭ জুলাই শনিবার মধ্যরাতে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

নাহিদের ছোটভাই রবিউল ইসলাম বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বলেন, রাত দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল প্রথমে আমাদের বাড়ি ঘেরাও করে। পরে ভাইকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, গত ৫ এপ্রিল সালথায় নাশকতার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। ঐ মামলার এক আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরুল ইসলামের নাম এসেছে। বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখার জন্যই মূলত তাকে আটক করা হয়েছে।