বোমা হামলায় অন্তঃসত্ত্বা সাংবাদিক নিহত


বোমা হামলায় অন্তঃসত্ত্বা সাংবাদিক নিহত

ছবি : সংগৃহীত

 

ইয়েমেনে আবারও হামলার শিকার হলেন এক নারী সাংবাদিক। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আশার্ক টেলিভিশনে কাজ করতেন তিনি।

৯ নভেম্বর, মঙ্গলবার এডেনে বোমা হামলায় সন্তানসহ প্রাণ গেছে রাশা আব্দাল্লার।

কর্তৃপক্ষ জানায়, পরিবার নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা। সেসময় তার গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের। গুরুতর আহত স্বামী মাহমুদ আল আটোমির অবস্থাও আশঙ্কাজনক। যিনি নিজেও একজন সাংবাদিক। বোমা বিস্ফোরণে তিন পথচারীও আহত হয়েছেন।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বরে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। কয়েক বছর ধরেই অঞ্চলটিতে প্রায় নিয়মিত হামলা চালায় আল কায়েদা ও আইএস। ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরাও।